বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, দুলাভাই আটক


বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার ৩ বছর বয়সী মেয়েসহ দুই শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইলিয়াস (৩০) নামে ভুক্তভোগীর দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পূর্ব গুদিঘাটা রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, হাফিজুর (১৩), তাইফা (৩)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বরগুনার রোডপাড়া গ্রামে মেয়েকে নিয়ে একা বসবাস করতেন ভুক্তভোগী গৃহবধূ। প্রতিবেশী হাফিজুরও তার বাসায় থাকতো। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে তার দুলাভাই ইলিয়াস। এ সময় বাঁধা দিলে ভুক্তভোগীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। বিষয়টি হাফিজুর দেখে ফেললে তাকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ সময় ভুক্তভোগীর ৩ বছর মেয়ে তাইফাকেও গুরুতর জখম করে। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় এসে মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাইফার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াসকে আটক করেছে পুলিশ।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আব্দুল হালিম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ইলিয়াসকে আটক করা হয়েছে। নিহতদের লাশ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।