বিশেষ সংবাদ রাজনীতি

বিজেপির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ নেতা

2afa57144b202bcffe1dd39abd9644b7 6490a1129a49c
print news

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছেন।

রোববার (৬ আগস্ট) দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দল দেশটির রাজধানী নয়াদিল্লি যাবেন।

এর আগে গত ২০ জুলাই প্রতিনিধিদলটির ভারত সফরে যাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সময়সূচি না পাওয়ায় পুনরায় পেছানো হয়।

আব্দুর রাজ্জাক ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

সূত্র বলছে, তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিজেপি সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, বিজেপির আমন্ত্রণে সৌজন্য এই সফরে সরকারি ও রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বেশ কিছু বৈঠক হবে। এতে রাজনৈতিক নানা বিষয় আলোচনা হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *