শিক্ষা

জিপিএ-৫ পেলেও অর্থের অভাবে লেখাপড়া অনিশ্চিত হাফছার

Untitled 4 copy 4
print news

আগৈলঝাড়ার হাফছা আক্তার এসএসসিতে জিপিএ-৫ পেলেও দিনমজুর পরিবারের সন্তান হওয়ায় ভাল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভাল কলেজে ভর্তি ও শিক্ষার খরচের চিন্তায় পিতা ও মাতার চোখমুখে এখন হতাশার ছাপ। জানা গেছে, উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে হাফছা। হাফছা আক্তারের বাবা মো. আলামিন সরদার পেশায় দরিদ্র একজন কৃষক। তিনি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালান। অভাবের এই সংসারে কষ্ট করে পড়াশুনা করেছে হাফছা আক্তার। উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের দিনমজুর ও ৩ সন্তানের জনক মো. আলামিন সরদারের বড় মেয়ে হাফছা আক্তার। তার ছোট দুই ভাই-বোনও লেখাপড়া করছে। তার মা পারভীন বেগম একজন গৃহিণী। হাফছা আক্তার জানান, নিজে অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে সেই আয়ের টাকায় লেখাপড়ার খরচ জুগিয়েছি। এবং পরিবারকেও সহযোগীতা করেছি। পড়ালেখায় প্রয়োজনীয় টাকা তার দিনমজুর পিতার পক্ষে যোগান দেওয়া সম্ভব না। অর্থের অভাবে বর্তমানে তার ভাল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভবিষ্যতে হাফছা আক্তার লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়। হাফছার পিতা মো. আলামিন সরদার জানান, অভাব-অনটনের মধ্যেও মেয়ে অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার টাকা জুগিয়েছেন। এমনকি আমাদের সংসারেও টাকা দিয়ে সহযোগীতা করেছে। সে আরও পড়তে চায়। ৫ জনের সংসারে কৃষি কাজ করে সেই আয় দিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে। সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জহিরুল হক জানান, হাফছা আক্তার মেধাবী ছাত্রী। গরীব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। সে নিজে অন্যের বাড়িতে প্রাইভেট পড়িয়ে লেখাপড়ার অর্থ জুগিয়েছে এবং পরিবারকে সহযোগীতা করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *