বিশেষ সংবাদ

নির্যাতন করে ৭২ লাখ টাকা আদায়: ২ পুলিশ কর্মকর্তার ক্ষমার আবেদন নিলেন না হাইকোর্ট

aa2646b8fa48842a5da8ae3a43469718 64cfe7d9b51c2
print news

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও আসামি এবং তাঁদের স্বজনদের নির্যাতন চালিয়ে ৭২ লাখ টাকা আদায়ের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার ক্ষমার আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট।

নির্দেশ অনুযায়ী রোববার (৬ আগস্ট) শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হাজির হন। শুনানিতে হাইকোর্ট বলেন, ‘নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করার সুযোগ নেই।’

এদিকে উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও আসামিদের কারাগারে পাঠানোর ঘটনার ব্যাখ্যা দিতে শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২০ আগস্ট তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুই পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

নির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা বরখাস্তনির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
উল্লেখ্য, হাইকোর্ট থেকে জামিন নেওয়া আসামি এবং তাঁদের স্বজনদের থানায় আটকে নির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *