বিশেষ সংবাদ

পটুয়াখালীর গলাচিপায় ‘স্ত্রীর দাফনের দু’ঘন্টা পরে স্বামীর মৃত্যু’

364541351 3469672419916584 8732750328361761127 n
print news

সম্রাট লিওন তালুকদার :

পটুয়াখালী গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা উলানিয়া বাজার স্বনামধন্য ব্যাবসায়ি জনাব মোঃ মোস্তফা হাং এর স্ত্রী গতকাল শুক্রবার আনুমানিক ৫ টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন। শনিবার সকাল ১১ টার সময় স্থানীয় জৌনপুরি খানকা মাঠে তার জানাজা সময় নির্ধারন করা হয়।জানাজা পর দাফন কার্য শেষে ঘরে বসে তিনি অসুস্থ বোধ করলে মোঃ মোস্তফা হাওলাদারকে এ্যাম্বুলেন্স করে গলাচিপা উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ভাগ্যের কি নির্মম পরিহাস স্ত্রীর দাফনের দু’ঘন্টা পরে স্বামীর মৃত্যু।স্থানীয়দের মতামত,মোস্তফা হাওলাদার একজন নামাজি ও সাদা মনের মানুষ এবং তার স্ত্রী একজন পর্দাশীল,নামাজী,পরহেজগার মহিলা ছিলেন।তারা আরো বলেন এটা তাদের (স্বামী- স্ত্রী) মধ্যে সুসম্পর্কের পরিনয়।এই পরিবারের ৩ য় ছেলে মাঈনুল মাত্র দু মাস আগে স্টক করে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং এই অবস্থার ভিতরে তার সবচেয়ে ছোট ছেলে মোঃ জিয়া হাং অসুস্থ হয়ে ইন্ডিয়া চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এই পরিবারের শোক এখন পুরো ডাকুয়া ইউনিয়ন বাসীর শোকে পরিনত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *