কুয়েতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন।


জাহিদ হোসেন জনি
কুয়েত প্রতিনিধি
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী
উদ্যাপন করা হয়েছে। মঙলবার (৮ আগস্ট) কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু কর্নারে বঙমাতা শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতীর কল্যাণে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী সমূহ পাঠ করেন শুনানো হয়। প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এরপরে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা।
এ সময় প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, মিনিস্টার শ্রম আবুল হোসেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এটার্চি ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফুর রহমান, আওয়ামীলীগ, বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।