প্রযুক্তি

জি-মেইলে দারুণ ফিচার

0bfe8fe133eac1aa347760e2a09745d0 2306260710
print news

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের চমক দেখছে বিশ্ববাসী। আজকাল এআই প্ল্যাটফরমগুলো মানুষের কাজ অনেক সহজ করে দিচ্ছে। যে কোনো কিছু লেখা, সার্চ করা সিভি তৈরি করা, গল্প লেখা সবকিছুই করে দিচ্ছে এআই।

গুগলেও যুক্ত হয়েছে এআই চ্যাটবট বার্ড। এখন থেকে চ্যাটজিপিটির মতোই বার্ডে এ কাজগুলো করতে পারবেন। এমনকি জি-মেইল নিজেই আপনাকে আপনার প্রয়োজনমতো মেইল লিখে দেবে এআইয়ের মাধ্যমে। এরই মধ্যে গুগল নিজেদের প্ল্যাটফরমে এআই পাওয়ার্ড একাধিক ফিচার যোগ করেছে। তার মধ্যে অন্যতম হলো ‘হেল্প মি রাইট’। এ জরুরি ফিচারের মাধ্যমে জি-মেইল নিজে থেকেই আপনার জন্য একটা ই-মেইল লিখে দেবে।

এ ছাড়া এখন ডক্স, ফটোসসহ গুগলের একাধিক পরিসেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটি হলো এ ‘হেল্প মি রাইট’। ই-মেইল কম্পোজ ছাড়াও আরও অনেক কাজ করে দেবে ফিচারটি। চলুন দেখে নেওয়া যাক ফিচারটি কীভাবে ব্যবহার করবেন-

* প্রথমেই আপনার জি-মেইল অ্যাকাউন্টটি খুলে কম্পোজ অপশনে ক্লিক করুন।

* কম্পোজ উইন্ডোর নিচে দেখতে পাবেন ‘হেল্প মি রাইট’ বাটনটি। সেখানে ক্লিক করুন।

* আপনি ই-মেইলকে দিয়ে কী লেখাতে চান সে বিষয়ে প্রম্পট বক্সে ছোট করে একটা বর্ণনা লিখে দিন। যেমন ধরুন-আপনি টাইপ করে লিখতে পারেন, ‘ছুটির দরখাস্তের আবেদন জানিয়ে আমার জন্য একটা ই-মেইল লিখুন’ অথবা ‘একটি ইভেন্টে যোগ দিতে না পারার বিষয়ে মেইল পাঠান’ ইত্যাদি একাধিক জরুরি বিষয়।

*‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করুন এবং জি-মেইল আপনার ই-মেইলের জন্য একটি ড্রাফট জেনারেট করবে। আপনি সেই ড্রাফট এডিট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে।

* জি-মেইল দ্বারা স্বরচিত ই-মেইল যদি আপনার পছন্দ হয়, তাহলে ‘ইনসার্ট’ অপশনে ক্লিক করুন।

* সব কাজ হয়ে গেলেই ‘সেন্ড’ অপশনে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *