বরিশাল

তজুমদ্দিনে মুজিবর্ষের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

IMG 20230808 112248
print news

তজুমদ্দিনে মুজিবর্ষের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা) ॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর হস্তান্তর বিষয়ে তজুমদ্দিন উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আগামী ৯ আগষ্ট সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের সারা দেশে উদ্বোধন করার পর ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনা উপস্থিত থেকে তজুমদ্দিন উপজেলার ২টি ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) মোট ১শত ৬৭টি ঘর হস্তান্তর করবেন বলে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম রেজা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, সাবেক সভাপতি গাজী আঃ জলিল, রফিক সাদী, সাবেক সাধরণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আকতার হাওলাদার, সাংবাদিক, রুবেল চক্রবর্তী, ফারহানুর রহমান সময়, মহিবুল্যাহ ফিরোজ প্রমুখ।

সভায় আরো জানানো হয় আগামী ৯ আগষ্ট চাঁদপুর ইউনিয়নে ৯২জন ও চাঁচড়ায় ইউনিয়নে ৪৫জন গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলীল হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *