ঢাকা বাংলাদেশ

মাকে পাগল সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন!

image 705249 1691598290
print news

নরসিংদীর মনোহরদীতে মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধা মাকে পাগল সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মেয়ে খাদিজা আক্তারের বিরুদ্ধে।

খাদিজা আক্তার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম ফালুর স্ত্রী। দুই বছর পূর্বে বাবা ও নানার দেওয়া জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে মাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। কিছুদিন যেতে না যেতেই একমাত্র বড় ভাই আসাদুজ্জামানকে বঞ্চিত করে সব সম্পত্তি মা জমিলা খাতুনের কাছ থেকে লিখে নেন দুই মেয়ে খাদিজা আক্তার ও তাসলিমা আক্তার। সম্পত্তি লিখে নেওয়ার পর থেকে প্রায়ই মাকে শরীরে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে চালায় অমানুষিক অত্যাচার।

রোববার প্রতিবেশী জালু মিয়া বলেন, বৃদ্ধার চিৎকারে আমাদের বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী বলেন, বৃদ্ধার প্রতি এমন নিষ্ঠুর অত্যাচার দেখে বৃদ্ধাকে উদ্ধার করতে গেলে আমাদের লাঠিসোটা নিয়ে মারতে আসেন খাদিজা। নিষ্ঠুর অত্যাচার দেখে চোখের পানি ধরে রাখা দায়। নির্জন স্থানে রোদবৃষ্টির মধ্যে বেঁধে রাখে ও মারপিট করেন।

ছেলে আসাদুজ্জামান বলেন, আমার মায়ের ওপর নির্যাতন হয়েছে তা আমি আগে জানতাম না। নির্যাতনের ঘটনা দেখে সঙ্গে সঙ্গে মাকে আমার বাড়িতে নিয়ে আসি ও চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। এখন থেকে মা আমার কাছে থাকবে।

তিনি আরও বলেন, বোন খাদিজার সুখের কথা চিন্তা করে তার স্বামীকে বিদেশ পাঠানোর জন্য দুই লাখ ২০ হাজার টাকা দেই। কিছুদিন পর জানতে পারি মায়ের সব জমি আমার ছোট দুই বোন লিখে নিয়ে গেছে। টাকা চাইতে গেলে খাদিজা আমাকে মামলার হুমকি দেয় ও খারাপ ভাষায় গালিগালাজ করে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান আসাদুজ্জামান।

ঘটনার বিষয়ে জানতে খাদিজা আক্তারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে খাদিজা জানান, আমার মা পাগল। তাই বেঁধে রাখি।

ছোট মেয়ে তাসলিমা আক্তার বলেন, আমার মায়ের ওপর এমন নির্যাতন হয়; এটা আপনাদের কাছ থেকে জানতে পারলাম এখন থেকে মায়ের খোঁজ খবর নেব।

জানা যায়, জমিলা খাতুন উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত শামসুদ্দিন মাঝির স্ত্রী। জমিলা খাতুনের এক ছেলে দুই মেয়ে রেখে স্বামী মারা যান।

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠিয়েছি। মেয়ে খাদিজা আক্তারকে আটক করার নির্দেশ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *