চট্টগ্রাম বাংলাদেশ

আখাউড়ায় ট্রেন দেখে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে নিহত ৩, আহত ১৫

fb share
print news

আখাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দেখে তিতাস নদীতে লাফিয়ে নিহত ৩ জন, নিখোঁজ রয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।

নিখোঁজদের উদ্ধারে আখাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের খরমপুর কেল্লা বাবার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়ার খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ্পীর কেল্লা বাবার মাজারের বাৎসরিক ওরস শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান মাজারে আগমন করে।

ওরস উপলক্ষে মাজারের পশ্চিম পাশে সিলেট-আখাউড়া রেললাইন ধরে হাজার হাজার ভক্ত আশেকান রেলপথে ভীড় জমায়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ৯টার দিকে কেল্লা বাবার মাজারে পশ্চিম পাশে রেলপথ অতিক্রম করার সময় তিতাস সেতুতে থাকা শতশত ভক্ত আশেকান ট্রেন দেখে ছোটাছুটি শুরু করে।

এসময় ট্রেনের ধাক্কা ও লাফিয়ে নদীতে পড়ে ৩জন ঘটনাস্থলেই মৃত্যু হয়। এঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫জন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *