বরিশাল বাংলাদেশ

ঝালকাঠীতে ছাত্রলীগ নেতা এক পুলিশ সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়েছে

Screenshot 2023 08 11 18 12 48 912 com.facebook.katana2
print news
মো: ইমরান হোসেন :
 ঝালকাঠি সদর উপজেলায়   পুলিশের এক জন  সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মন এর বিরুদ্ধে। গতকাল (১০আগষ্ট) বৃহস্পতিবার রাত আনুমনিক ৯টার দিকে জেলা পুলিশ লাইনস এর ২০ গজের মধ্যে শহরের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে ।আহত পুলিশ সদস্য মো. আলাউদ্দিনকে (৩২) প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলেও গুরুত্বর অবস্থায় পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলাউদ্দিন জেলা পুলিশের যানবাহন শাখায় কর্মরত। হামলায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনকে (২৮) পুলিশ রাতে আটক করতে সক্ষম হয়েছে। সে শহরের কৃষ্ণকাঠি এলাকার আঃ খালেকের ছেলে।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মো: আলাউদ্দিন ও আকরাম হোসেন নাম দুই পুলিশ সদস্য জেলা পরিষদের সামনে চায়ের দোকানে রুটি-সবজি খাচ্ছিলেন। খাবারে লবণ কম হওয়া নিয়ে চায়ের দোকানির সঙ্গে পুলিশ সদস্য আলাউদ্দিনের তর্ক হয়। সেখানে উপস্থিত জেলা ছাত্রলীগ সহসভাপতি রুহুল আমীন সায়মন চা দোকানির পক্ষ নিয়ে পুলিশ সদস্য দুজনের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে।একপর্যায়ে ছাত্রলীগ নেতা সায়মন দোকানে থাকা জ্বালানি কাঠ উঠিয়ে সরাসরি পুলিশ সদস্য আলাউদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হলে সাথে পুলিশ সদস্য আকরামসহ স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যদিকে পুলিশ অভিযান চালিয়ে কৃষ্ণকাঠি এলাকা থেকে ছাত্রলীগ নেতা রুহুল আমীন সায়মনকে আটক করে।
Screenshot 2023 08 11 18 22 38 004 com.android.chrome2
এ ঘটনায় জেলা পুলিশ লাইনস এর কনেষ্টবল আকরাম হোসেন বাদী হয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগ নেতা সায়মনকে আসামী করে পুলিশ এ্যাসল্ট, সরকারী কাজে বাধা দানের অভিযোগে থানায় মামলা (নং-০৯, দ:বি: ১৮৬,৩৩২,৩৩৩,৫৫৭ ও ৫০৬ ধারা) দায়ের করেছে। শুক্রবার বিকালে তাকে উক্ত মামলায় আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে সদর তদন্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত জানিয়েছে।এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ জানায়, তিনি সংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছে। তাই ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনের আটকের প্রকৃত কারন জানতে পারিনি। তবে এ ব্যাপারে মামলার কপি হাতে পেয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ঝালকাটি সদর থানার অফিসার ইনর্চাজ মো: নাসির উদ্দিন সরকার বলেন, জেলা পুলিশ লাইনস এর ২০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হকসহ টুটুল ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আফরুজুল হক টুটুল  বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপরাধী যে দলেরই হোক, তাঁকে ছাড় দেওয়া হবে না।’
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *