মতামত

বঙ্গবন্ধুর জীবন মানে একটা অখণ্ড বই

image 53106 1659777878
print news

রাশেদ রউফ |

বঙ্গবন্ধুর জীবন মানে একটা অখণ্ড বই। সেই বই পাঠ করলে বোঝা যায়, তিনি কত বড় মাপের নেতা ছিলেন। তাঁর ‘বিশাল হৃদয়, মহানুভবতা, মানবতাবোধ, সততা, উদারতা, দৃঢ়চেতা ব্যক্তিত্ব, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, কঠিন নৈতিকতা, বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলি, অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতা, অন্যের মতামতকে সম্মান দেওয়ার মানসিকতা, কথা ও কাজের মধ্যে স্বচ্ছতা’ ইত্যাদি আমাদের সবার অনুপ্রেরণার বিষয়। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলাকে মসৃণ ও গতিময় করা জরুরি। যত বেশি পড়ি,তত বেশি আমাদের বোধের মধ্যে নতুনভাবে তৈরি হয় বঙ্গবন্ধুর অস্তিত্ব। বুঝতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনা। বঙ্গবন্ধু মানেই সাম্য–অধিকার–গণতন্ত্র প্রতিষ্ঠা। দেশের জনগণের প্রতি তাঁর ভালোবাসা ছিলো অকৃত্রিম ও অপরিসীম। তাঁর চিন্তা–চেতনায় সব সময় ছিলো তাঁর দেশের জনগণের কল্যাণ ও উন্নতি।

বাংলার শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তি ও সমৃদ্ধিই ছিল বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য। যে লক্ষ্য অর্জনে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বারবার জেল–জুলুমের শিকার হয়েছেন। ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক গ্রন্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন–অর–রশিদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে প্রথম কারাবন্দী’। মাত্র ৫৪ বছরের একটি জীবনে বঙ্গবন্ধু ১৩ বছরই কাটিয়েছেন জেলে। মোট ১৮ বার কারারুদ্ধ হয়েছিলেন। ২৪টি মামলা তাকে লড়তে হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরেছেন দুইবার।

বলা যেতে পারে, ভাষা আন্দোলন থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত দেশের এমন কোনো বিষয় নেই যার সঙ্গে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা ছিল না। তিনি রাজনীতি–ভাষা–সমাজ–সংস্কৃতি সর্বক্ষেত্রে দেদীপ্যমান ছিলেন। তিনি প্রতিটি ক্ষেত্রে মানুষের অন্তরকে স্পর্শ করেছেন, প্রভাব বিস্তার করেছেন চৈতন্যে এবং মানুষও তাঁকে স্থান দিয়েছেন হৃদয়ের মণিকোটায়। তিনি স্বপ্ন দেখতেন একটি রাষ্ট্রের, যেটি হবে কেবল বাঙালির। এই রাষ্ট্রের ভাষা হবে বাংলা। সেই স্বপ্নের ফেরিওয়ালাকে বাঙালি পরম মমতায় ডাকেন বঙ্গবন্ধু বলে। তাঁর অসাধারণ বাগ্মিতা, মানবিকতা, সাধারণ মানুষের প্রতি সহমর্মিতার গুণেই তিনি হতে পেরেছিলেন বাংলাদেশের মানুষের স্বপ্নের নেতা। আমাদের জাতির পিতা।

সাধারণ মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা ছিলো বঙ্গবন্ধুর অন্যতম মহৎ গুণ। মানুষের প্রতি তাঁর বিশ্বাসও ছিলো অবিচল। পাশাপাশি নিজের ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর অগাধ ভালোবাসা তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো। তিনি জাতিকে নানা সংকটে পথ নির্দেশনা দিয়েছেন, দিয়েছেন মুক্তি। তিনি বাঙালির আলোর দিশারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই তো বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ।

লেখক : সহযোগী সম্পাদক, দৈনিক আজাদী

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *