বরিশাল বাংলাদেশ স্বাস্থ্য

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স পানি না থাকায় রোগীরা সীমাহীন দুর্ভোগের শিকার

Bauphal pic 11.8.23
print news

সাইফুল ইসলাম ,বাউফল পটুয়াখালী :

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ দিন ধরে পানি নেই। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পানি না থাকার কারনে ইনডোর ও আউটডোরের রোগীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে ওয়াশরুম থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার হঠাৎ করেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াটার পাম্প বিকল হয়ে যায়। এরপর থেকে ইনডোর ও আবাসিক ভবনগুলোতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি না থাকায় ওয়াশ থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। ইনডোর ও আউটডোরের রোগীরা ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না। আয়শা বেগম নামের এক রোগীর স্বজন বলেন, আমার স্বামী ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। খাবার পানি বাইরে থেকে সংগ্রহ করলেও সমস্যা হল ওয়াশরুম নিয়ে। পানির অভাবে একটি ওয়াশরুমও ব্যবহার করা যাচ্ছে না। উপরে ও নীচের সবগুলো ওয়াশরুম এখন দুর্গন্ধ ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে। রহিমা বেগম নামের অপর এক রোগী বলেন, পানির পাম্প মেরামতের জন্য আজ বিকাল পর্যন্ত কতৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি।নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, কেবল ইনডোর কিংবা আউটডোরেই নয়। আবাসিক ভবনগুলোতে পানি না থাকায় পরিবার নিয়ে মহাদুর্ভোগে পড়েছেন চিকিৎসক ও সেবিকারা। পানির অভাবে বাসা ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে।বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প অপারেটর অলিউল্লাহ বলেন, ৪ দিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্প মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই পানি সরবরাহ করা হবে।এ প্রসঙ্গে জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।বৃহসপতিবার রাত ১১টার দিকে খবর পেয়ে তখনই পানির বোতল নিয়ে হাসপাতালে ছুটে যান পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, রোগিদের দুঃখ দুর্দশা কষ্ট শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *