বিনোদন

৪০ বছর পর আবার একসঙ্গে

Afzal 696x389 1
print news

সবশেষ ১৯৮৩ সালে আতিকুল হক চৌধুরীর জনপ্রিয় নাটক ‘সুখের উপমা’য় একসঙ্গে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও ডলি জহুর। যা প্রচার হয় বিটিভিতে। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি কোনো নাটকে। দীর্ঘ ৪০ বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন বরেণ্য এই দুই অভিনয় শিল্পী। অভিনয় করলেন জাতীয় শোক দিবসের বিশেষ নাটন ‘আবার আসিবো ফিরে’ নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

ডলি জহুর বলেন, ‘এটি একটি প্রতীকী নাটক। গল্পটা এক কথায় অসাধারণ। অনিমেষ দারুণ লিখেছে। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে নাটকটির কাজ শেষ করেছে। দীর্ঘদিন পর আফজালের সঙ্গে কাজ করলাম। শুটিংয়ে করতে গিয়ে অনেক স্মৃতিই মনে পড়ছিল। এ নাটকে আফজাল অভিনয় করেছে শিক্ষকের চরিত্রে। আমি করেছি তার স্ত্রীর চরিত্র। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।

আফজাল হোসেন বলেন, ‘নাটকের শুটিংয়ের সময় প্রাকৃতিক দুর্যোগ ছিল। অনেক বৃষ্টি হচ্ছিল। সবারই অনেক কষ্ট হচ্ছিল। তবু কাজটি ভালোভাবে করার চেষ্টা করেছি আমরা। আর ডলি ভাবির সঙ্গে সেই আশির দশকে কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবেই বহুকাল পর কাজ করতে এসে অনেক কিছুই মনে পড়ে যায়। খুব মনে পড়ছিল আতিক ভাইয়ের কথা, সুন্দর ছিল ‘সুখের উপমা’ নাটকটি। নির্মাতা অনিমেষ আইচ জানান, শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট বিটিভিতে প্রচার হবে ‘আবার আসিবো ফিরে’।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *