সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের চরালগী গ্রামে এ ঘটনা ঘটেছে। সাইফুল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামের আমির হোসেন মৃধার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল সন্ধ্যার দিকে মাছ ধরতে স্থানীয় পেদা বাড়ির সামনে গেলে একটি বিষাক্ত সাপ দেখতে পায় এবং পরবর্তীতে তিনি সাপের গায়ে চল দিয়ে আঘাত করেন। এ সময় সাপটি চল থেকে ছুটে এসে তাকে কামড় দেয়। ঘটনাস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। জরুরী বিভাগের চিকিৎসক এ সময়ং তাকে মৃত ঘোষণা করেন। সাইফুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।’
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত