বিনোদন

অপুর আবার বিয়ে!

a68e7136afe8b024233403caa66574cc 64d8d6be6e86f
print news

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে এক সঙ্গে ঘুরতেও দেখা গেছে তাকে। অনেকেই আশা করেছিলেন, আবারও হয়ত শাকিবের সংসারে ফিরছেন অপু। কিন্তু সেই সম্ভাবনা উড়ে গেলো রোববার (১৩ আগস্ট) বেলা ৩টা ৪৫ মিনিটে। এসময় অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লেখলেন ‘গট ম্যারেড’।

অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে।

তাহলে বিষয়টি কী? সত্যি ঘটনা নাকি হ্যাকারের কাণ্ড। অপু জানালেন মজার ঘটনা। তার ভাষ্য, হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।

এদিকে, শুক্রবার (১১ আগস্ট) একটি অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইলে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে-স্থানীয় সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস।

অন্যদিকে, ভালোবেসে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়ে কথা বলেন অপু। এর ক’দিন পরই মতের অমিল দেখা দেয় তাদের দাম্পত্য জীবনে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *