মধ্যবিত্ত সিনেমার নতুন গানে বেলাল-কোনাল


মধ্যবিত্ত চলচিত্রের জন্য নতুন একটি গান রেকডিং হলো। ‘টান’ শিরনামের একটি গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কোনাল ও বেলাল খান। গানটির কথা লিখেছেন বাকিউল আলম, সুর করেছেন মাহফুজ ইমরান এবং সংগীত পরিচালনায় ছিলেন রিয়েল আশিক। ‘মধ্যবিত্ত’ চলচিত্রটি পরিচালনা করছেন তরুন পরিচালক তানভীর হাসান।
এ প্রসঙ্গে সিনেমার পরিচালক তানভীর হাসান বলেন, দারুণ কথার নতুন একটি গান করলাম। এর শিরোনাম টান। গানটি আশা করছি সবার মনে ধরবে। অসাধারণ গেয়েছেন দুইজন শিল্পী। কোনাল ও বেলাল খান সম্পতি সময়ে সিনেমার গানের দারুণ জুটি। সেই ভাবনা থেকে তাদের নিয়ে কাজ করলাম।
তিনি আরো বলেন, আমাদের বাস্তব জীবনের প্রতিদিনের চালচিত্রকে উপজীব্য করে গড়ে উঠেছে মধ্যবিত্ত সিনেমার গল্প। এই গল্পে আবহমান বাংলার চিরায়ত চরিত্র গুলো ফুটিয়ে তুলছেন অভিনয় শিল্পীরা। গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা কোনো জায়গার চরিত্র বাদ যায়নি মধ্যবিত্ত সিনেমায়। এই ছবিতে প্রতিটি শিল্পী যার যার চরিত্রে অভিনয় করে সবাই তৃপ্ত। খুব শীঘ্রই মধ্যবিত্ত চলচ্চিত্র সিনেমা হলে মুক্তি পাবে।
মধ্যবিত্ত সিনেমায় অভিনয় করেছেন এলিনা শাম্মি, শিশির সরদার, প্রয়াত মাসুম আজিজ, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজু, নবাগতা রুশা, স্বাধীন, মুকুল জামিল, সাবেরী আলম, আব্দুল্লাহ রানা, নাইমা নিশু, টুম্পা, আবাদী সরকার, রাকিব, লিপি, মানিক শাহ, রাজু হাওলাদার, মাইশা প্রাপ্তী এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক।
মধ্যবিত্ত সিনেমায় মোট ৪ টি গান আছে। গানগুলো গেয়েছেন বেলাল খান, কোনাল, শফি মন্ডল, নোলক বাবু, পলি শারমিন।
সংগীত পরিচালক হিসেবে আছেন রিয়াল আশিক, অনিম খান। সুর করেছেন প্লাবন কোরেশী, মাসুদ আহমেদ, তানভীর হাসান, মাহফুজ ইমরান। গানগুলো লিখেছেন বাকীউল আলম, রবিউল ইসলাম রবি, কাজী শাহীন ও তানভীর হাসান। ইমরান আহমেদ এর রূপসজ্জায় জাহাঙ্গীর রাজ এর চিত্র ধারণে সম্পাদনা করছেন এনামুল হক ও রাসেল পারভেজ। নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার মাইকেল বাবু। আবহ সংগীত করছেন হৃষীকেশ রকি।
সিনে মিডিয়ার ব্যনারে নির্মিত মধ্যবিত্ত চলচিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন শারমীন হাসান।