ঢাকা বাংলাদেশ

জাতীয় শোক দিবস স্মরণে আর্টিকেল নাইনটিনের আলোচনা সভা

20230814 213721
print news

সংবাদ বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনের আয়োজনে ১৪ আগস্ট, ২০২৩ সোমবার বিকেলে ঢাকায় সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে সংস্থার সকল সদস্য এ সভায় অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী বিধ্বস্ত দেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রণী ভূমিকা নিয়ে আলোচনা করেন ফারুখ ফয়সল। ফারুখ ফয়সল বলেন, ”সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। যে কারণে বাংলাদেশের সংবিধানে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদ’র দর্শনের প্রতিফলন আমরা দেখতে পাই। বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিলেন তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে অর্জন করা সম্ভব নয়। তাই রাষ্ট্র ও সরকার যদি সকল স্তরে ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা ও গণতন্ত্র চর্চার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে পারে- কেবল তাহলেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।’’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *