বিনোদন

নতুন সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি

Collage Maker 14 Aug 2023 03 02 PM 6799 64d9edc383f97
print news

হলিউডের প্রিয়মুখ অ্যাঞ্জেলিনা জোলি। ২০২১ সালে সর্বশেষ মুক্তি পেয়েছিল জোলি অভিনীত ‘দোজ হু উইশ মি ডেড’ ও ‘ইটারনালস’ সিনেমা দুটি। ২০২২ সালে কোনো সিনেমার কাজেও নামেননি তিনি।

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। কিংবদন্তি গ্রিক-আমেরিকান অপেরা সিঙ্গার মারিয়া ক্যালাসের জীবনের ওপর ভিত্তি করে নির্মিতব্য ‘মারিয়া’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জোলি। বায়োপিকটি পরিচালনা করবেন চিলির খ্যাতনামা পরিচালক পাবলো লারেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্টিভেন নাইট।

গত বছরের শেষ দিকে সিনেমাটি নিয়ে প্রথম আলোচনা শুরু হয়। পরে অ্যাঞ্জেলিনা জোলিকে মারিয়া চরিত্রের জন্য বাছাই করা হয়।

অপেরা সিঙ্গার মারিয়া ক্যালাসের জীবনের উল্লেখযোগ্য দিক নিয়েই নির্মিত হবে সিনেমাটি। ১৯৭০ সাল-পরবর্তী সময়ে বিখ্যাত গ্রিক ব্যবসায়ী অ্যারিস্টটল ওনাসিসের সঙ্গে প্রেম, বিচ্ছেদ, বিরহ ও কণ্ঠের সমস্যাসহ তার শেষ সময়কার একাকী দিনগুলো এবং মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুর চিত্র উঠে আসবে এ সিনেমায়।

মারিয়া ক্যালাসের মতো ঐতিহাসিক কিংবদন্তির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি সংবাদমাধ্যমকে বলেন, ‘বায়োপিকে অভিনয় করা সব সময়ই চ্যালেঞ্জের। আর সেটা যদি হয় মারিয়া ক্যালাসের মতো চরিত্র, তবে চ্যালেঞ্জ একটু বেশিই থাকে। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব পর্দায় বাস্তবের মারিয়া হয়ে উঠতে।’

সিনেমার পরিচালক পাবলো লারেন ‘নো’, ‘নেরুদা’, ‘জ্যাকি’, ‘এমা’-এর মতো সিনেমা তৈরি করে দর্শকনন্দিত হয়েছেন। ২০২১ সালে তার পরিচালনায় মুক্তি পেয়েছিল প্রিন্সেস ডায়নার জীবনীভিত্তিক সিনেমা ‘স্পেন্সার’। মারিয়া সিনেমা প্রসঙ্গে পাবলো লারেন বলেন, ‘অপেরা ও সিনেমাÑ এই দুটি বিষয় আমার জীবনের অন্যতম প্রধান আনন্দ। এ দুটোকে নিয়ে একসঙ্গে কাজ করার স্বপ্ন আমার বহু দিনের। মারিয়া ক্যালাসের জীবনী নিয়ে কাজ করতে পারা সত্যিই সম্মানের। আর এজন্য আমরা বেছে নিয়েছি অ্যাঞ্জেলিনা জোলিকে। আশা করি, দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব। এ ছাড়া অন্যান্য চরিত্র নিয়েও আলোচনা চলমান।’

চলতি বছরের অক্টোবর মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মারিয়ার শুটিং শুরু হবে। ২০২৪ সালের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *