১৫ আগষ্ট বেঁচে যাওয়া খোকন সেরনিয়াবাত এখন বরিশাল সিটি’র মেয়র


পঁচাত্তরের ভয়াল ১৫’ আগষ্টে বেঁচে যাওয়া আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত যিনি বাংলার কৃষক কুলের নয়ন মনি, কৃষক লীগের প্রতিষ্ঠাতা, দক্ষিনাঞ্চলের অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু সরকারের সফল কৃষিমন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সূযোগ্য সন্তান। পঁচাত্তরের ১৫’ই আগষ্টে একজন টগবগে কিশোর আজকে বরিশালের নগরপিতা (মেয়র) খোকন সেরনিয়াবাত। সে’দিন হারিয়েছেন পরিবারের প্রায় সকল প্রিয়জনকে, পিতা আব্দুর রব সেরনিয়াবাত, ভাই আরিফ সেরনিয়াবাত, বোন বেবী সেরনিয়াবাত, আরজু মনি, বড় ভাই আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’ র শিশু পূত্র শুকান্ত আব্দুল্লাহ, চাচাতো ভাই আইনজীবী শহীদ সেরনিয়াবাত, বাসায় বেড়তে আসা সাংস্কৃতিক কর্মী আবু নঈম খান রিন্টু। আব্দুর রব সেরনিয়াবাত তৎকালীন সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রী হলেও থাকতেন সাধারন একটি সরকারী বাসভবনে। যেটা বর্তমানে বেইলী রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টারের সামনে এখনো দাড়িয়ে থাকা ছোট লাল রঙের ভবনটিতে। গুলি খেয়েও যারা সে দিন ভাগ্যক্রমে বেঁচে ছিলেন তাদের মাঝে তার মা আমেনা বেগম, বড় ভাবী শাহান আরা আব্দুল্লাহ, তিনি নিজে ও বাসায় বেড়াতে আসা বরিশালের সাংস্কৃতিক কয়েকজন কর্মী। তৎকালীন প্রত্যক্ষদর্শী বলেন পঁচাত্তরে পনেরই আগষ্টের খুনিদের নির্মমতার ছাপ,বুলেটের ক্ষত আজও নীরবে বহন করে চলছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।