বরিশাল বাংলাদেশ

গলাচিপায় বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন।

received 1039012927467676
print news

সম্রাট লিওন তালুকদার, প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়। এসময় যথাযথ মর্যাদার সাথে, উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু মুরালে ফুলেল শুভেচ্ছা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ১৫ জন যুবক- যুবতী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব ঋণ ৭ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১১৩ পটুয়াখালী-৩(গলাচিপ ও দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ, আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন ও আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্তম মলায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, প্রাতিষ্ঠানিক প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী ও গণমাধ্যম কর্মী। এছাড়া উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা,শোক র‍্যালী, আলোচনা, দোয়া মোনাজাত ও গরিব মেহনতি মানুষের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *