বরিশাল বাংলাদেশ

বাউফলে কিশোরীর মৃত্যু

bauphal pic 1 14.08.23 300x179 1
print news

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে বাড়ির ছাদ থেকে পড়ে সুমাইয়া (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কালাইয়া সিনেমাহল সংলগ্ন অধ্যাপক কবিরুজ্জামানের বাড়ির ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। কবিরুজ্জামান কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক। সুমাইয়া তার বাসায় থেকে লেখাপড়া করছিল। সুমাইয়া কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের সেলিম ও আসমা দম্পতির সন্তান। দীর্ঘদিন থেকে সুমাইয়ার মা ও বাবা আলাদা থাকছেন। এ কারনে সুমাইয়াকে অধ্যাপক কবিরুজ্জামান তার বাসায় এনে লালন পালন করছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় সুমাইয়া ওই বাড়ির ৩য় তলার ছাদে যায়। তখন বাড়ি সংলগ্ন বিদ্যুত সরবরাহ লাইনের তারে জড়িয়ে সুমাইয়া সামনের সড়কে ছিটকে পড়ে। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *