বরিশাল বাংলাদেশ

বাউফলে প্যারালিগাল সহায়কদের অভিজ্ঞতা বিনিময়

20230818 114852
print news

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে কমিউনিটি পর্যায়ে প্রায়োরিটি গ্রুপের নারী কৃষক স্বীকৃতি ও প্যারালিগাল সহায়কদের এওয়ারনেস ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল১০ ঘটিকায় নাজিরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্পিড ট্রাস্ট প্রোগ্রাম অফিসার রিনা ঘোষ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মহাসিন। বিশেষ অতিথি ছিলেন, বাউফল উপজেলা কৃষি সম্প্রসারন উপসহকারি কৃষি কর্মকর্তা মো: জয়নাল আবেদীন। এএলআরডি স্টান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইন সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজনে উজ্জীবক সাইফুল ইসলাম উপস্থাপনায় সভায় ধারনা পত্র পাঠ করেন এনিমেটর সালমা বেগম। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নাসিমা বেগম, বিএফএফ প্রোগ্রাম অফিসার রায়হানা রহমান, মাইটিবি বাউফল প্রতিনিধি অহিদুজ্জামার ডিউক, সাংবাদিক বশির, প্যাররালিগাল আখতার নুর। অভিজ্ঞাতা বিনিময় বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর এবং স্পিড ট্রাস্ট প্যারালিগাল সহায়ক, উপকারভোগী, সিভিল সোসাইটি প্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহন করেন। সভায় স্থানীয় জাতের বীজ, ভূমিস্বত্ব , কৃষি প্রদর্শনীয় করেন। খাসজমি ব্যবস্থাপনা এবং নারী শ্রম মজুরী এবং নারী কৃষক ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *