সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে নিহত জেলে রাসেল হাওলাদার (২২) এর লাশ চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকায় এ ঘটনা ঘটেছে। রাসেল চরব্যারেট এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২ মাস আগে তেতুলিয়া নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের শিকার হয়ে রাসেল পানিতে পড়ে যায়। ২ দিন পর রাসেল এর লাশ উদ্ধার করে চরব্যারেট সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়। প্রায় ২ মাস পর শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায়। ওই এলাকার সাবেক মেম্বার আফরোজা বানু বলেন, লাশ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত