বরিশাল বাংলাদেশ

সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কার

771162 163
print news

দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায়া পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তানভীর হাসান আরিফের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে বহিষ্কার করা হয়েছে ।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধা বলেন, দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আমি ভুলক্রমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলি হয়তো সে কারণেই আমাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বহিষ্কারের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে কিছুই জানায়নি।

জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম বলেন, ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো: মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের বারবার সুপারিশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *