বরিশাল বাংলাদেশ

ভোলার চরফ্যাসনে রোগীর স্বজনকে কক্ষে আটকে মারধর

charfassion samakal 64e204b6a8140
print news

ভোলার চরফ্যাসনে রোগীর স্বজনকে কক্ষে আটকে মারধরের পর উল্টো পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবক জাকির হোসেন জানান, সকালে জ্বরে আক্রান্ত বৃদ্ধ মাকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি। ওই সময় জরুরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক হোসাইন শাওনের স্ত্রী চিকিৎসক তাসপিয়া মুন। পরে ভর্তি স্লিপ নিয়ে জরুরি বিভাগের ১০৪ নম্বর কক্ষে যান তিনি। চিকিৎসক তাসপিয়া মুন রোগী না দেখেই কয়েকটি পরীক্ষা দেন। তিনি পরীক্ষার আগে তাঁর মাকে দেখতে বললে রাগান্বিত হন চিকিৎসক তাসপিয়া মুন। পরীক্ষার রিপোর্ট ছাড়া রোগী দেখতে পারবেন না বলে জানিয়ে দেন চিকিৎসক। এ নিয়ে তাসপিয়ার সঙ্গে তাঁর তর্ক হয়।

জাকির হোসেন অভিযোগ করেন, কিছুক্ষণ পর ফের তাঁকে ওই কক্ষে ডেকে নেন চিকিৎসক হোসাইন শাওন। কক্ষে যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসক হোসাইন শাওনসহ আরও কয়েকজন (ডায়াগনস্টিক সেন্টারের দালালচক্র) তাঁকে মারধর করেন। পরে কক্ষে আটকে রেখে তাঁকে পুলিশে দেন ওই চিকিৎসক।

চিকিৎসক হোসাইন শাওন দাবি করেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। তাঁর বিরুদ্ধে অহেতুক অভিযোগ তোলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক জানান, খবর শুনে তিনি জরুরি বিভাগে গিয়ে সেখানে কাউকে পাননি।

চরফ্যাসন থানার ওসি মোরাদ হোসেন জানান, উভয়পক্ষের মধ্যে বিষয়টি সমঝোতার পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *