শিক্ষা

নলছিটিতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শোনালেন মুক্তিযোদ্ধারা

20230821 164954 scaled
print news

প্রতিনিধি, নলছিটি,ঝালকাঠি

নলছিটিতে নতুন প্রজন্মকে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শোনালেন নলছিটির রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।

২১ আগস্ট সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বার্হী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত যুদ্ধকালীন বীরত্বগাঁথা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ সূধীজনদের সামনে তুলে ধরা হয়। বীরত্বগাঁথা শোনান নলছিটির রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, মোঃ হাবিবুর রহমান, আবদুল মালেক তালুকদার এবং মোঃ ফিরুজ আহম্মেদ।
বীর মুক্তিযুদ্ধারা যুদ্ধকালীন সময়ে তাদের স্মৃতিময় ঘটনা গুলো অংশ গ্রহণকারীদের মাঝে তুলে ধরেন।
এ আয়োজন প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব মোঃ শাহ আলম সর্দার। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ সচিব ডক্টর মোঃ নূরুল আমীন,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী ১০ জনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ পুরস্কার হিসেবে সনদপত্র ও বই প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন ও শিক্ষক আমির হোসেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *