বরিশাল বাংলাদেশ

বরিশাল সিটি কর্পোরেশন কোটি টাকার সিসি ক্যামেরা কোনো কাজেই আসছে না নগরবাসীর

image 320861
print news

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের তত্ত্বাবধানে ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করে বসানো হয়েছিলো ৪২০টি সিসি ক্যামেরা। ক্যামেরাগুলো স্থাপনের কিছুদিন না যেতেই বেশিরভাগই অচল হয়ে যায়। ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণ করার কথা বিসিসি কর্তৃপক্ষের থাকলেও বিগত চার/পাঁচ বছরে তারা কোনো ধরনের খোঁজখবর নেয়নি।

বর্তমানে বেশিরভাগ সিসি ক্যামেরাগুলোর অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিসিসির একাধিক সূত্র জানিয়েছেন, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ক্ষমতা গ্রহণের পর থেকে আজও পর্যন্ত সিসি ক্যামেরাগুলোর রক্ষণাবেক্ষণ তো দূরে থাক, সামান্য খোঁজখবরও নেয়নি। মেয়র সাদিক ক্ষমতা গ্রহণের পর এনেক্স ভবন ও সিটি কর্পোরেশনের মূলভবনে কয়েকটি সিসি ক্যামেরা লাগিয়েছেন মাত্র। এবং সেগুলো সচল-অচলের দিকে যথাযথ দৃষ্টি রেখেছেন।

তবে সরকারের এতগুলো টাকা খরচ করে ৪২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হলেও নগরবাসীর কোন ধরনের উপকারে আসেনি এগুলো।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, বিগত মেয়রের আমলে সিসি ক্যামেরা বসানো হয়েছিল তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে আমার কোন কিছু জানা নেই।

সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে নগরবাসীর সুবিধার্থে ৪২০টি সিসি ক্যামেরা লাগানো হলেও ক্যামেরাগুলো নগরবাসীর কোন ধরনের কাজেই লাগলো না। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নগরবাসী।

সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর সাহ-সাজেদা বলেন, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ক্ষমতার আমল ছিলো একনায়তন্ত্রের। তার এই খামখেয়ালীপনার কুফল ভোগ করছেন নগরবাসী। আর তিনি যদি নগরবাসীর কাছে জবাবদিহিতার কথা চিন্তা করত, তাহলে অবশ্যই সরকারের কোটি টাকা ব্যয়ে লাগানো সিসি ক্যামেরা গুলো রক্ষণাবেক্ষণ তারই করার কথা ছিলো।

এবিষয়ে কথা হয় বিসিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওমর ফারুকের সাথে। তিনি বলেন, সাবেক মেয়র আহসান হাবিব কামালের ক্ষমতা আমলে ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয় ৪২০ টি সিসি ক্যামেরা লাগানো হলেও গত ৪-৫ বছর যাবৎ সবগুলো ক্যামেরাই অচল অবস্থায় রয়েছে। কি কারণে ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণ করা হলো না তার কারণ জানেন না তিনি।

বাসদ নেত্রী ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, জনগণের অর্থ ব্যয় করা এই সিসি ক্যামেরাগুলো নগরবাসীর কোন কাজেই লাগলো না। এটা জনগণের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে বিসিসি। এটা বিসিসির ব্যর্থতাই মনে করছি। তাই অবিলম্বে এই ক্যামেরাগুলো সচল করে নগরবাসীর সেবার মান বাড়িয়ে দিবে বলে আমি আশাকরি।

@ কাটাইমস

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *