সমুদ্র ও নদী বন্দরে রাশিয়ার হামলায় ইউক্রেনের শস্য ধ্বংস হয়েছে ২ লাখ ৭০ হাজার টন। শুধু এক মাসের ব্যবধানে এই বিপুল পরিমাণ শস্য ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ।
বুধবার সামজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য উল্লেখ করেন। এএফপি।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি বলেন, শুধু গত রাতের একটি রুশ আক্রমণে ওডেসার ইজমাইল বন্দরের রপ্তানি ক্ষমতার ১৫ শতাংশ ধ্বংস করেছে। আর ইউক্রেনের দানিয়ুব নদীর বাঁ তীরের রেনি বন্দরের শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫ হাজার টন।
ইউক্রেনের কৃষি রপ্তানি বন্ধ করতে রাশিয়া পরিকল্পিতভাবে শস্য ট্যাঙ্ক ও গুদামগুলোতে হামলা চালাচ্ছে বলে জানান তিনি।
কুব্রাকভ আরও বলেন, রাশিয়া শস্যচুক্তি থেকে সরে আসার পর এটি ইউক্রেনের বন্দর অবকাঠামোর ওপর অষ্টম হামলা।’
কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে আসার পর থেকেই ইউক্রেনের সমুদ্র ও দানিয়ুব নদীর উপরের বন্দরগুলোতে লক্ষ্য করে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত