মধ্যপ্রাচ্য

কুয়েতে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ আহত-২

received 241994301627707
print news

জাহিদ হোসেন জনি
কুয়েত প্রতিনিধি

কুয়েতে আবদালিতে মোটর সাইকেল দূর্ঘটনায় আব্দুল আলিম নামে বাংলাদেশি নিহত আহত আরো দুই জন বাংলাদেশি।গতকাল ২২ আগস্ট দেশটি আবদালি এলাকায় মোটর সাইকেল ও গাড়ী সংর্ঘষে মোটর সাইকেল চালক ঘটনার স্থলে মারা যায় এবং সাথে থাকা দুই জন আরোহি গুরুতর আহত হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। নিহতের বাড়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার, ২ নং বারশত ইউনিয়নে, পশ্চিমচাল,নোয়াপাড়া গ্রামের জিন্নাত আলী বাড়ীর মৃত আব্দুস ছালামের ছেলে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
নিহতের মামা মোহাম্মদ শফি জানান, তার ভাগিনা লোহা গ্রীল ওয়াল্ডিং মেস্ত্রী, ঘটনার দিন তার সাথে দুই জন বাংলাদেশি সহকারী সহ কাজে যাওয়ার সময় পথে এই দূর্ঘটনা ঘটে। ০৭ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। একবারও দেশে যাওয়া হয়নি তার। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ দেশে স্বজনদের কাছে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *