মিলন কান্তি দাস
প্নরতিনিধি,লছিটি,ঝালকাঠি
নলছিটিতে দুই পুলিশ অফিসারের বাড়িতে ডাকাতির সংগঠিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে।
২২ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের কাছে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজানুর রহমান ও তার ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। ২২ আগস্ট মঙ্গলবার তারা ভোলার চরফ্যাশনে পিতার মৃত্যু বার্ষিকীর যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে-মেয়ে ও ভাগ্নে ছিল। গভীর রাতে ডাকাত দল দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় প্রবেশ করে। এ সময় তাদেরকে জিম্মি করে ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে। এবং স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসাথেই। ডাকতরা আমাদের ছেলে মেয়েদের জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।তারা তাদের বাবার মিলাদে নিজ বাড়িতে রয়েছে । ফিরে আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন ডাকাতির সাথে জড়িতদের ধরতে উর্ধ্বোতন কতৃপক্ষ সহ আমাদের অভিযান অব্যাহত আছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত