বিনোদন

পেত্নি, বুড়ি বলে শ্রাবন্তীকে কটাক্ষ

srabanti troll
print news

শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর বিতর্ক যেন সমার্থক শব্দ। সোশ্যালে যে কোনো ছবি-ভিডিও শেয়ার করা মাত্রই ধেয়ে আসে কটাক্ষ। এবার ফের ট্রলের মুখে অভিনেত্রী।

নিজের সোশ্যালে একটি নো-মেকআপ লুকের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। আর তা দেখার পর থেকেই ট্রল করা শুরু করেন নিন্দুকেরা। একজন লেখেন, ‘মেকআপ ছাড়া নায়িকারা সব পেত্নী, এর থেকে আমাদের পাড়ার মেয়েরা অনেক ভালো দেখতে…।’ অন্য আরেকজনের মন্তব্য, ‘চেহারায় বার্ধক্যের ছাপ…।’

এক নেটিজেন লিখেছেন, ‘এজন্যই আমি ভূত ভেবে ভয় পাইছি…।’ কারও আবার মন্তব্য, ‘এইজন্যই চিনতে পারছি না…।’ যদিও অনেকে আবার প্রশংসা ও ভালোবাসায় ভরিয়েছেন।

নেটমাধ্যম জুড়ে এত কটূক্তি সত্ত্বেও বরাবর ডোন্ট কেয়ার অ্যাটিচিউডে থাকেন শ্রাবন্তী। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, এরকম কমেন্ট তিনি পড়েন না। চোখে পড়লেও গ্রাহ্য করেন না। এমনকি, তার কিছু যায় আসে না এই ধরনের ট্রলে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *