বিনোদন

সেরা অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী আলিয়া ভাট-কৃতি

Alia Allu kriti national award
print news

ঘোষণা হয়ে গেল ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে ‘পুষ্পা’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘মিমি’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন পঙ্কজ ত্রিপাঠী।

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন আলিয়া ভাট। তার সঙ্গে ‘মিমি’ ছবির জন্য সেরার পুরস্কার পান কৃতি শ্যাননও। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান পল্লবী জোশী, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সৌজন্যে।

এবারের আসরে সেরা ছবি নির্বাচিত হয় মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার পেল ‘আরআরআর’। হিন্দি ছবি হিসাবে সেরা পুরস্কার পেল ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’। এছাড়া সেরা বাংলা ছবির সম্মাননা পেয়েছে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘কালকক্ষ’।

এছাড়াও ‘পুষ্পা’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পেলেন দেবী শ্রী প্রসাদ।নার্গিস দত্ত পুরস্কার পেল ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’। বিশেষ জুরি পুরস্কার পেল ‘শেরশাহ’।

নন-ফিচার বিভাগে সেরা বায়োগ্রাফিক্যাল ছবির স্বীকৃতি পেল সোমনাথ মণ্ডলের ‘রুকু মাটির দুখু মাঝি’। সেরা নন-ফিচার ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল ‘এক থা গাঁও’। সেরা অ্যানিমেশন ছবি ‘কান্দিটুন্দ’।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *