রাজনীতি

ঝালকাঠি-১ আসনে ১৪ দলের মনোনয়ন চান ওয়ার্কার্স পাটির নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন

jkt 1
print news

রহিম রেজা :
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের মনোনয়ন চান ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। গত নির্বাচনেও তিনি মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং পরে জোটের সিদ্ধান্তে তা প্রত্যাহার করে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এম কম পাশ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের (মেনন) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। ওয়ার্কার্স পাটির ঢাকা মহা নগরের সভাপতি ও সাধারন সম্পাদক পদে ৪ বার দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি ঢাকা মহানগর ১৪ দলের পরিচালনা কমিটির সদস্যও ছিলেন। ছাত্রত্ব শেষে আবুল হোসাইন ১৯৮৬ সাল থেকে বিভিন্ন শ্রমিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়াসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত থেকে শ্রমিকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। শ্রম মন্ত্রনালয়ের শ্রমিক সংক্রান্ত ত্রি-পক্ষীয় কমিটির সদস্য পদেও রয়েছেন তিনি এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হকার্স এন্ড অরবান পুওর এর কো-কনভেনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে ঢাকা-৪ (ডেমরা) আসন থেকে ওয়াকার্স পাটি প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তার দীর্ঘ ৫০ বছরের বনার্ঢ্য রাজনৈতিক জীবনে তিনি খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছেন। আবুল হোসাইন জানান, ছাত্র জীবন থেকেই অধিকার বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও নিজ এলাকাসহ দেশের মেহনতি ও শ্রমজীবি মানুষের কল্যানে এবং তৃনমূল এলাকার উন্নয়নে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকার জনগনের সাথে যোগাযোগসহ সু-সম্পর্ক অব্যাহত রেখেছেন। আগামী নির্বাচনে ১৪ দলের মনোনয়ন পাওয়ার জন্য জোটের নীতি নির্ধারনীদের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *