বরিশাল বাংলাদেশ

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগতা ও পুরস্কার বিতরণী

received 808991744055869 600x337 1
print news

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বঙ্গবন্ধুর বাল্যজীবন, রাজনৈতিক জীবন,ও সংগ্রামী জীবন নিয়ে রচনা, দেশতেœবোধক গান,কবিতা আবৃত্তি,হামদ-নাত দিনব্যাপী প্রতিযোগতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল ১১ টার দিকে বাউফলে উপজেলা আ’লীগের কার্যালয় জনতা ভবনে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি।

উপজেলা আ’লীগের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ’লীগের আর্ন্তজাতিক কেন্দ্রীয় উপ-কমিটির সদন্য রায়হান সাকিব, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বশার তালুকদার,উপজেলা আ’লীগের সহসভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, সহ-সভাপতি নুর মোহাম্মদ মিয়া, অ্যাড.মাফিজুর রহমান,উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,যুগ্ন সম্পাদক ও সূর্যমনী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ,কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

বাউফলে পানিতে ডুবে ৭ বছরে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়ন বিলবিলাস গ্রামে পানিতে ডুবে মোঃ সাইয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম মোঃ রফিকুল ইসলাম খান।

স্থানীয় সূত্রে জানাগেছে, সাইয়ান তার বাবা মায়ের সাথে ঢাকাতে থাকে। পরিবারের সকলের সাথে গ্রামের বাড়ীতে বেড়াতে এসে রবিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ৩টার দিকে পুকুর থেকে সাইয়ানের ভাষমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *