বিনোদন

উদ্দাম নেচে সমালোচনার মুখে কৌশানী

71687 uddam
print news

টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে কৌশানী মুখার্জির। জি-ফাইভের লেটেস্ট ওয়েব সিরিজ ‘আবার প্রলয়-২’ এ কাজ করেছেন তিনি। মুঠোফোনের দর্শক এই সিরিজ বেশ উপভোগ করছেন। সম্প্রতি কৌশানীর একটি ভিডিও একেবারে আগুনের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একেবারে পার্টি মুডে ধরা দিয়েছেন পরিচালক-অভিনেত্রী। তবে সেখানে দেখা মেলেনি রাজ ঘরণী শুভশ্রী বা কৌশানীর প্রেমিক বনির। ‘আঁখ মারে’ গানের তালে সে একেবারে উদ্দাম নাচ। রাজ-কৌশানীর পার্টি মুডের ওই ভিডিওতে তো একেবারে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। তবে নেটিজেনদের একটা বড় অংশ কটাক্ষ করতে ছাড়েননি তাদের। রাজকে সতর্ক করেছে নেটপাড়া।

এক ব্যক্তি মজা করে লিখেছেন, রাজ দা ফ্রিতে একটা উপদেশ দিচ্ছি। এত ক্লোজ হয়ে নাচলে কিন্তু, বউ এসে বকাবকি করবে। অপর এক ব্যক্তি লেখেন, শুভশ্রী বউদি কিন্তু এবার মারবে। কৌশানী পড়েছেন আরও সমালোচনায়।

এক নেটিজেন লেখেন, কৌশানীর চুলগুলো একেবারে পাটের দড়ির মতো। কারও মতে আবার, তুমি নাচ করো সেটাই ভালো। গান করো না। অভিনেত্রীর ছোট্ট ড্রেস দেখে নেটপাড়ার এক সদস্য কটক্ষের সুরে লিখেছেন, কৌশানীর জামা তো খুলে যাচ্ছে। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। প্রায় প্রতিদিনই নিত্যনতুন ফটোশুটের ছবি শেয়ার করেন। এদিকে রাজের সঙ্গে ছোট স্কার্টে গান গেয়ে ও নেচে ট্রলের শিকার কৌশানীও জবাব দিয়েছেন। কৌশানীর কথায়, আমি কোনো অনুষ্ঠানে গেলে অনেক সময় নাচের সঙ্গে গান গাইতে হয়। পরে সেই গান নিয়ে ট্রলিং হয়। যারা অনুষ্ঠানে আসেন, তাদের অনুরোধেই কিন্তু গানটি করা হয়। সবার তো বোঝা উচিত, আমি সংগীতশিল্পী নই, একজন অভিনেত্রী। ট্রলারদের ওপর তাই কখনই রাগ হয় না; বরং আমি তাদের ভক্ত হয়ে থাকতে চাই।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *