বরিশাল বাংলাদেশ

রাজাপুরে একইসাথে চারটি প্রাইমারি বিদ্যালয় ও একটি দোকানে চুরি

image 142091 1693488198
print news

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা রাজাপুর উপজেলায় ৩০ শে আগস্ট বুধবার রাতে ৪টি প্রাথমিক বিদ্যালয় ও একটি দোকান চুরির ঘটনা ঘটেছে।

সাতুরিয়া ইউনিয়নের ১ নং হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ২৫ হাজার টাকা একটি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে। দুই নং দক্ষিণ সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকা দুটি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে। ৮১ নং উত্তর পশ্চিম তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ঘন্টা চুরি হয়েছে। ৭৭ নং তারা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে১টি ঘন্টা ও আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। এছাড়া ৭৭নং তারা বুনিয়া স্কুলের পাশে আলতাফ হোসেনের দোকান চুরি হয় চোরেরা নগদ ১৫০০০ টাকা ও একটি টিভি নিয়ে চলে যায়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ গঠনস্থল পরিদর্শন করেছেন।

চোরদের চুরি করার নিরাপদ জায়গা রাজাপুর :

সম্প্রতি দিনের বেলা রাজাপুর সহকারী কমিশনার (ভূমি)’র বাসায় চুরি হয়েছে।এ ছাড় রাজাপুরের টিএ‍্যান্ডটি রোডে একই ভবনে এইউইও এবং অধ‍্যক্ষের বাসা চুরি হয়েছে, টিএ‍্যান্ডটি রোডের ব‍্যবসায়ী উথানের বাসা চুরি হয়েছে, রাজাপুর জেলখানা রোডে মুন্নির বাসা চুরি হয়েছে, বাইপাসে সৈনিকের বাসা চুরি হয়েছে ,সাবেক উপজেলা চেয়ারম্যান বাচ্চু’র বাসায় ডাকাতি হয়েছে, ডাকাত ধরা পড়েনি,বাইপাসে সরকারি কলেজের প্রভাষকের বাসা চুরি হয়েছে, শিক্ষক সমিতি ভবন সড়কে শিক্ষক মিজানের বাসা চুরি হয়েছে,গালুয়া দুর্গাপুর গ্রামে পর পর দুইটি বাড়িতে চুবি হয়েছে, চোর ধরা পড়েনি একটিরও।
স্থানীয়া জানিয়েছেন , রাজাপুর থানা পুলিশ ভিন্ন কাজে ব্যস্ত থাকায় চুরিসহ রাজাপুরে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। থানা প্রশাসনকে এখন নতুন করে সাজানোর দাবি সকলের।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *