বিনোদন

সার্জারি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

71332 aaa
print news

নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে অনেকেই সার্জারির সাহায্য নিয়ে থাকেন। বিশেষ করে শোবিজ তারকারা সৌন্দর্য সচেতন বেশি। সার্জারি করার ঘটনা শোবিজ অঙ্গনে এখন নিয়মিত ব্যাপার। বিভিন্ন সময়েই শরীরের নির্দিষ্ট কোনো একটি অঙ্গ আকর্ষণীয় করে তুলতে অস্ত্রোপচার করে থাকেন তারকারা। বেশ কয়েকবার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরেও এই গুঞ্জন ছিল। এই নায়িকা তার ঠোঁটে সার্জারি করিয়েছেন, এমন খবরও রটেছিল। সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। সম্প্রতি এক আয়োজনে অংশ নিয়ে অপু বলেন, আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।

ঠোট সার্জারি করার কথাও বলেছেন অনেকে। কিন্তু এগুলো আসলে কিছু্ই করিনি আমি। তিনি বলেন, আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *