বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার র্যালি বের করলে দেশের কয়েকটি স্থানে দলটির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় গাইবান্ধা, নেত্রকোনার কলমাকান্দা, মাগুরার মহম্মদপুর ও পটুয়াখালীর দশমিনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ ও শটগানের গুলি ছোড়ে। ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ বিএনপি ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের বাধা ও ভাঙচুরে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়। একই দিন ও বৃহস্পতিবার রাতে গাইবান্ধা, নেত্রকোনা ও বরগুনার আমতলীতে বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত