রাজনীতি

ঢাকায় ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ ঝালকাঠি ছাত্রলীগের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

bsl jkt 1
print news

তালাল আল আরাফাত :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত স্মরণকাল এর সর্ববৃহৎ “ছাত্র সমাবেশ” বৃষ্টি উপেক্ষা করে  স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে ঝালকাঠি জেলা ছাত্রলীগ।মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশস্থল ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ (মধু), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সহ জেলা ছাত্রলীগের নেতৃন্দ ও বিভিন্ন উপজেলা ও কলেজ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

bsl 2

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘দেশবিরোধী যেকোনো অপশক্তির অপতৎপরতাকে রুখে দিতে আমরা লাখো তরুণকে নিয়ে শপথ নিতে চাই। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর,  ঐতিহাসিক ছাত্রসমাবেশ থেকে বার্তাটি আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই৷’‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, শতভাগ দুর্নীতি নাকি শতভাগ উন্নয়ন চাই। সারা দেশে মডেল মসজিদ চান নাকি সারা দেশে বোমা হামলা চাই। আগামী নির্বাচনে আরও একবার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা হবে।’

ভিন্ন-ভিন্ন রঙের গেঞ্জি, টুপি পরা অবস্থায় দেখা গেছে ইউনিটগুলোর। তাদের হাতে দেখা গেছে জেলার নাম সংবলিত প্লেকার্ড, ব্যানার।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার ঘোষণা দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এ বার্তা দেন ছাত্রলীগ নেতারা।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *