বরিশালে আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৮ হাজার ৪৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪০৭ জন।
শুক্রবার (০১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
তিনি জানান, গত এক মাসে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসব রোগীদের অনেকেই ট্রাভেল পেশেন্ট। তারা অন্যান্য জায়গা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত এক মাসে যে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন বরিশাল জেলার বাসিন্দা। এছাড়া ভোলার পাঁচজন, পিরোজপুরের তিনজন ও বরগুনার দু'জন। এদিকে গত এক মাসে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল জেলায়। এখানে ৩ হাজার ৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এছাড়া পটুয়াখালীত ১ হাজার ৮৯৬ জন, পিরোজপুরে ১ হাজার ৫১৮ জন, ভোলায় ৯৯৩ জন, বরগুনায় ৭৬৮ জন ও ঝালকাঠিতে ১৯৮ জন।
সূত্র আরো জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩ হাজার ৭৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭০ জন। ৬ জেলার বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ৮৫৫ জন।
স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন, ভোলায় সাত জন, বরগুনায় তিনজন ও পিরোজপুরে তিনজন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত