রাজনীতি

মাথায় ৪০ লিটার দুধ ঢেলে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান

850b34a443a1e1932a8ff981b292e3e5 64f32903aa710
print news

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাথায় গরুর দুধ ঢেলে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন এক ব্যক্তি। শুক্রবার (১ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরউদ্দিন কালুর বাসভবনে এ ঘটনাটি ঘটে।

ওই ব্যক্তির নাম আবুল হাশেম সরদার (৬০)। তিনি শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধানুকা গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

শরীয়তপুর পৌর বিএনপি ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আবুল হাশেম সরদার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সভা-সমাবেশে যোগদান করতেন। তিনি শুক্রবার জেলা বিএনপি আয়োজিত দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন।

সেখানে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাথায় গরুর দুধ ঢালেন। ওই দুধ দিয়ে গোসল করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এরপর জেলা বিএনপি নেতারা মাইকে ঘোষণা দিয়ে তাকে বরণ করে নেন।

ধাবুকা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল হাসেম একটু পাগলাটে টাইপের। আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে স্লোগান দিত। দলীয় সকল কর্মসূচিতে উপস্থিত হতে দেখতাম। এখন আবার বিএনপির অনুষ্ঠানে গিয়ে ৪০ লিটার গরুর দুধ মাথায় ঢেলে বিএনপিতে যোগদান করে আলোচনায় এসেছেন।

আবুল হাশেম সরদার বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসতাম। অনেক আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। বিএনপির নেতাদের দেওয়া মামলায় বেশ কয়েকবার কারাগারে গিয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেভাবে মূল্যায়ন পাইনি। আগে ঢাকাতে থাকতাম। গ্রামে ফিরে এসে রাজনীতি করতে থাকি। যুবলীগ করেছি। ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি করেছে— তাও মৌখিক। কমিটির কোনো অনুমোদন নেই। নেতারা হাইব্রিড নিয়ে মাতামাতি করেছেন। তাদের টাকা-পয়সা বানিয়ে দিচ্ছেন। আমাদের মতো ত্যাগী কর্মিকে মূল্যায়ন করেন না। বাধ্য হয়ে দল ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়েছি। এখন থেকে বিএনপি করবো।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাম শাহ বলেন, আবুল হাশেম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের দুঃশাসনে তিনি ব্যথিত হয়েছেন। এ কারণে মাথায় গরুর দুধ ঢেলে গোসল করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। আমরাও তাকে বিএনপিতে বরণ করে নিয়েছি। বিএনপি গণতান্ত্রিক দল, জনগণের কথা বলে— এটাই বড় প্রমাণ।

তবে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর ঢালী বলেন, আবুল হাশেম বিভিন্ন সময় বিভিন্ন দল করেন। তার কোনো স্থিরতা নেই। একসময় যুবলীগ করত। বিভিন্ন সময় মিছিল-মিটিং নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিত। এখন বিএনপি নেতাদের সঙ্গে থাকেন। কেন মাথায় দুধ ঢেলে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন তা বলতে পারছি না। তিনি আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কোনো নেতা নন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *