রাজাপুরে ছাত্রদলের সদস্য সচিব এর রফিক মৃধার সাংগঠনিক পদ স্থগিত


ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠির রাজাপুরে উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব রফিক মৃধার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।২ সেপ্টেম্বর জেলা ছাত্রদল এর দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক ছাত্রদলের প্যাডে এক লিখিতি বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
লিখিত বার্তায় জানা,যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এর ভিত্তেতে রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে এবং এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদল এর সভাপতি আরিফুর রহমান খান এবং সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
উল্লেখ্য যে ২৯ আগস্ট উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপি ও যুবদলের সিনিয়র নেতাদের সামনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন এর উপর অতর্কিত হামলা চালায় সদস্য সচিব রফিক মৃধা।
হামলার কারন বর্ননা দিতে গিয়ে বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের এক নেতা জানান রফিক মৃধা দীর্ঘদিন যাবত তার নিজস্ব কিছু পোলাপান নিয়ে কার্যক্রম চালাচ্ছে। দলীয় ছাত্রদলের নেতাকর্মীদের কোনো খোজ খবর নিচ্ছে না তাই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীদের সাথে রফিক মৃধার সাথে দূরত্ব চলছে। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা রফিক মৃধা বাদে অন্যসব উপজেলার নেতাদের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার দেওয়ায় সদস্য সচিব রফিক ক্ষোভে ও হিংসার পরে আহ্বায়ক আল ইমরান কিরন এর উপর এই অতর্কিত হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের এক নেতা জানান আমাদের পার্টি অফিসে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা চলছিল হঠাৎ ছাত্রদল নেতা রফিক মৃধা তার চাচত ভাই ও আরো কিছু পোলাপান নিয়ে আল ইমরান কিরন এর উপর অতর্কিত হামলা চালায়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন জানান ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী বাস্তবায়নের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মী নিয়ে অফিসে মতবিনিময় করতে ছিলাম হঠাৎ করে সদস্য সচিব রফিক মৃধা একদল বাহিনী নিয়ে কিছু বোঝার আগেই অতর্কিত হামলা চালায়। এতে আমার শরীরের বিভিন্ন স্থান ফুলা জখম হলে খবর পেয়ে আমার আত্মীয় স্বজন আমাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ বিষয়ে উওজেলা বিএনপির সিনিয়র নেতারা শীঘ্রই দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ও পাঁচদিন অতিবাহিত হলে ও কোনোরকম সাংগঠনিক ব্যবস্থা বা ঘটনা মীমাংসা করার চেষ্টা করেনি।
এ বিষয়ে সদস্য সচিব রফিক মৃধার কাছে জানার জন্য ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।