রাজনীতি

আওয়ামী লীগ এবার ওয়াকওভার পাবে না: মির্জা ফখরুল

image 714470 1693843650
print news

আওয়ামী লীগ এবার ‘ওয়াকওভার’ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ আবারও আগের মতো ভোট করতে চায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালি মাঠে ট্রফি নিয়ে চলে যেতে চায়। এ দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, সেটা আর সম্ভব হবে না। এবার ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। এবার মানুষ রুখে দাঁড়াবে।

সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা উঠে আসুন, প্রতিরোধ গড়ে তুলুন। এই ভয়াবহ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে অবশ্যই বিজয় অর্জন করতে হবে। চলুন জীবনকে পণ করে সামনের দিকে এগিয়ে যাই। জিততে আমাদের হবেই। এছাড়া আর কোনো বিকল্প নেই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে একটা শুভ দিন। সামনে মানুষের জন্য পরিবর্তিত বাংলাদেশ। সামনে মানুষের জন্য একটা মুক্ত বাংলাদেশ, মুক্ত সমাজ। আর গণতান্ত্রিক সমাজের জন্য আমরা লড়াইটা করছি।

মির্জা ফখরুল বলেন, কিছু দিন আগেও তারা (সরকার) বলেছে, বিএনপি নেই। এখন যখন বিএনপি মাটি খুঁড়ে বেরুচ্ছে তখন তারা আবার প্রমাদ গুনতে শুরু করেছে, ভয় পেয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা প্রায়ই বলেন, বিএনপি ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আরে ষড়যন্ত্র, চক্রান্ত তো তোমরা করছ। এই দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছ। ভোট দিতে দাও না।

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আজ অত্যন্ত অসুস্থ। তিনি এতটাই অসুস্থ যে চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে নেওয়া দরকার। কিন্তু সরকার কোনো কর্ণপাত করছে না। চরম অসুস্থ অবস্থায় গৃহবন্দি আছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওয়ান-ইলেভেনে যদি দেশনেত্রী খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্রবিরোধী শক্তির কাছে মাথানত করতেন, তাহলে জাতীয়তাবাদী শক্তি এখনো ক্ষমতায় থাকত। তিনি বলেন, সেই ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের সরকার এখনও ক্ষমতায়। এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার। দেশে এখন আইন-কানুন, নিয়মনীতি বলতে কিছুই নেই।

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজ প্রমাণিত হয়েছে, কেন সেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের টার্গেট হয়েছিল। তখন তারেক রহমান শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রকারীদের চক্ষুশূল হয়েছিল। এজন্য তার ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়ার পরই তারেক রহমান, এ কারণেই তার ওপর এত নির্যাতন। এখনো সে ষড়যন্ত্র থেমে যায়নি, চালু আছে।

রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাতানো নির্বাচনে যারা সহযোগিতা ও কাজ করে যাবেন, তারা এই দেশের জনগণের কাছে কালো তালিকাভুক্ত হবেন।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের বিলকিস ইসলাম, মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *