ভারতের মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় নিজ ফ্ল্যাট এক শিক্ষানবিশ বিমানবালার লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ বছরের তরুণী ওই বিমানবালার নাম রুপল ওগরে।
এয়ার ইন্ডিয়ায় চাকরি পাওয়ার পর ছত্তিশগড় থেকে গত এপ্রিলে মুম্বাইয়ে যান তিনি। বয়ফ্রেন্ডের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। একই ফ্ল্যাটে রুপলের বোনও থাকতেন। কিন্তু সম্প্রতি বোন ও বয়ফ্রেন্ড কেউই সেখানে ছিলেন না।
রোববার রুপলকে বার বার ফোন করে না পাওয়ায় তার বন্ধুরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। পরে তারা রুপলের ফ্ল্যাটে ছুটে আসেন। ওই সময় ভেতর থেকে গেট বন্ধ থাকায় তারা পুলিশকে ফোন করেন।
পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে বিমানবালার রক্তাক্ত লাশ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই হাউসিং সোসাইটির সুইপার ভিকরাম আতওয়ালকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেইসঙ্গে হাউসিং সোসাইটির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশ আতওয়ালের স্ত্রীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তিনি ওই বাড়িতেই গৃহকর্মীর কাজ করতেন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত