নলছিটিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ


মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি
নলছিটিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সারে ৪টায় উপজেলার পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
উপজেলা নির্বার্হী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আ’লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,পি এস ফখরুল মজিদ কিরন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার।
প্রধান অতিথি বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার একটি শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন সাধন করেছে। বর্তমান সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জন করেছে। তিনি আগামীতেও নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন।