মিডিয়া

মিয়ানমারে সাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড

sai zaw
print news

মিয়ানমারে এক সাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত এক আদালত। সাই জ নামে ওই সাংবাদিক সাইক্লোন মোচার ক্ষয়ক্ষতি নিয়ে ছবি প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে কোনো সাংবাদিকে এত দীর্ঘ সময়ে কারাদণ্ড দেওয়ার ঘটনা এটাই প্রথম। তবে সাই জ এর বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয়।

চলতি বছর মে মাসে রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোকা আঘাত আনে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় অনেক এলাকা। সাই জ সেই ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছিলেন। এরপরই তাকে গ্রেপ্তার করে জান্তা সরকার।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে অস্থিতিশীল মিয়ানমার। ক্ষমতা দখলের পর বিরোধীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে জান্তা সরকার। কারাবন্দি ও হত্যার শিকার হয়েছেন হাজার হাজার মানুষ।

২৩ মে গ্রেপ্তার হন স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউয়ের আলোকচিত্রী সাই জ। তার সঙ্গে গ্রেপ্তার হন আরও চারজন। স্থানীয় এক দাতব্য সংস্থার নেতা ওয়াই হান অং, তা মেয়ে ও একজন কর্মী। এছাড়া সেখানে ত্রাণ দিতে যাওঅ এক ব্যক্তিও গ্রেপ্তার হন।

পরবর্তী সময়ে হান অং, তার মেয়ে এবং ওই কর্মীকে ছেড়ে দেওয়া হয়।

তবে সাই জর বিরুদ্ধে অবৈধ পত্রিকায় কাজ করার অভিযোগে আটক রাখা হয়। সর্বশেষ আজ বুধবার ইয়াঙ্গুনের ইনসিন কারা আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ চারটি মামলায় অভিযোগ এনে সাজা দেওয়া হয়।

মিয়ানমার নাউ জানিয়েছে, সাই জ ন্যায়বিচার পাননি। এমনকি তার পক্ষে কোনো আইনজীবীও নিয়োগ দেওয়া হয়নি। মার্কিন নাগরিক ড্যানি ফেন্সটারসহ আরেকজন আটককে ছেড়ে দেওয়া হয়েছে।

২০২৩ সালের প্রেস ফ্রিডম সূচকে ১৮০ দেশের মধ্যে মিয়ানমারের অবস্থান ১৭৩। রিপোর্টার্স উইদাউট বর্ডারের হিসেবে অনুযায়ী দেশটিতে বর্তমানে ৬৯ জন সাংবাদিক আটক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *