বিনোদন

‘অসময়’-এ রুনা খান

72793 runacutout
print news

টিভি, ওয়েব ও চলচ্চিত্রে সমান তালে কাজ করে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বর্তমানে তিনি নতুন একটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাসুদ পথিক পরিচালিত ‘বক-দ্য সোল অব ন্যাচার’- সিনেমার শুটিং হয়েছে মেঘনার একটি চরে। এতে রুনা খানের চরিত্রের নাম সবিতা। সবিতার স্বামী একজন বক শিকারি। মূলত এই সিনেমায় উঠে আসবে জীবনের গল্প, প্রকৃতির গল্প এবং নদী তীরের মানুষের গল্প। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে ‘বক’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এ ছবিতে কাজ করতে গিয়ে একটানা রুনা খানকে থাকতে হয়েছে পানিতে। এদিকে এর বাইরে সম্প্রতি রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন বঙ্গ’র একটি ওয়েব ফিল্মে। নাম ‘অসময়’।

এটি পরিচালনা করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। এই প্রথম অমির কোনো কাজে দেখা যাবে রুনাকে। এ অভিনেত্রী বলেন, ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করাটাই একজন অভিনেত্রীর কাজ। সেটা করতে পারছি বলে ভালো লাগছে। ‘বক’ সিনেমার শুটিং করলাম সম্প্রতি। এ ছবির শুটিং করতে গিয়ে নানারকম অভিজ্ঞতা হয়েছে। এবার অমির ‘অসময়’-এ কাজ করবো। এটির গল্প আবার একেবারেই আলাদা।
বলা চলে, বিপরীতমুখী চরিত্রেই এখানে কাজ করবো। তবে
আশা করছি খুব ভালোভাবে ওয়েব ফিল্মটির কাজ শেষ করতে পারবো। এদিকে এরইমধ্যে ‘অসময়’-এ চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *