বরিশাল বাংলাদেশ

ঝালকাঠিতে নেতাদের গাড়ী রেখে ২ ঘন্টা আটকে রাখা হয় ফায়ার সার্ভিসের গেইট

Untitled 4
print news

ঝালকাঠিতে নেতাদের গাড়ি পার্কিংয়ে দুই ঘন্টা আটকে থাকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক পানিবাহী গাড়ি বের হওয়ার প্রধান গেইট। বুধবার ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় পৌর এলাকার পোষ্ট অফিস সড়কের শ্রীশ্রী মদন মোহন আখড়াবাড়ি মন্দিরে শুরু হয় হিন্দুধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর অনুষ্ঠান।

অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা আগেই অনুষ্ঠান স্থলে আসেন। মন্দির প্রাঙ্গনের সামনের সড়কে অতিথিসহ নেতাদের গাড়ীগুলো পার্কিং করা হয়।

মন্দিরের পাশেই ঝালকাঠি জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন।  গাড়িগুলো মন্দির গেটে পার্কিং করলেও  নেতা, ইউপি চেয়ারম্যান এবং এক ঠিকাদারের গাড়ী রাখা হয় ফায়ার সার্ভিসের প্রধান গেটের সামনে। এতে আটকে যায় ফায়ার সার্ভিসের মুল প্রবেশ দ্বার।

ঐ সময় সড়কে কর্তব্যরত ঝালকাঠি ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হাবিব জানান, ‘প্রতিটি গাড়ির চালককে আমি যার যার গাড়ির কাছে থাকতে পরামর্শ দিয়েছি। কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে গাড়িগুলো যাতে দ্রুত সরিয়ে নেয়া যায় সে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠির ষ্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘নেতাদের গাড়ি পার্কিয়ের পর আমি চালকদের গাড়ির কাছে খুজে পাইনি। দমকলের গাড়ি বের হওয়ার জন্য বিকল্প পথ প্রস্তুত রেখেছি। ষ্টেশনের পেছনে পুর্বপাশে একটি গেইট আছে সেখানে দমকলের মোটর সাইকেল থাকে। সব মোটর সাইকেল সরিয়ে আমি কলের গাড়ি বের হওয়ার পথ তৈরি করে রেখেছি। তবে অনুষ্ঠান চলাকালীণ ঐ দুই ঘন্টা সময়ে কোথাও অগ্নিকান্ডের খবর আসেনি।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *