ড. মুহাম্মদ ইউনূসের তথ্য নিতে গ্রামের বাড়িতে পুলিশ


নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজ নিতে চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় তার পৈত্রিকনিবাসে গিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। গত ৩ সেপ্টেম্বর একজন পুলিশ সদস্য ড. ইউনূসের গ্রামের বাড়িতে যান এবং তার ও তার ছেলেসহ পরিবারের সম্পর্কে বিস্তারিত জানতে চান। জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার (এডিএসপি) আবু তৈয়ব মো. আরিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ইউনূসের পৈত্রিকনিবাস হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায়। বর্তমানে তিনি বা তার পরিবারের কেউ ওই এলাকায় থাকেন না। আবু তৈয়ব মো. আরিফ বলেন, ‘এটি একটি রুটিন কাজ। বিশেষ কিছু না। আমরা নিরাপত্তা ইস্যু মাথায় রেখে তার ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছি। তিনি আরও বলেন, ‘ড. ইউনূস ও তার পরিবার হাটহাজারীতে বসবাস করছেন না, এটা আমরা জানি।